পুলিশের অভিযানে পালিয়েছে ৮ জুয়াড়ি, ধরা পড়ল ২জন

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

পুলিশের অভিযানে পালিয়েছে ৮ জুয়াড়ি, ধরা পড়ল ২জন

ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেটের দক্ষিণ সুরমার কুশিয়ারা ফেরিঘাট এলাকায় পুলিশের অভিযান টেরপেয়ে পালিয়েছে ৮জন জুয়াড়ি। তবে এসময় পালাতে পারেনি আরও ২জন জুয়াড়ি। এসময় পুলিশ গ্রেফতারকৃত ২ জুয়াড়ির কাছ থেকে নগদ ১০ হাজার ৮০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে। এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এরআগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহেরের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মৃত সাইমুল্লাহ ছেলে কামাল হোসেন (৫০) ও মোগলবাজার থানাধীন কুচাই পূর্বপাড়া গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে নুরুল ইসলাম লাকী (৩৪)। বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, দীর্ঘদিন থেকে ওই দক্ষিণ সুরমার কুশিয়ারা ফেরিঘাট এলাকায় জুয়া খেলা চলছিল। পুলিশ খবর পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ