
ডায়ালসিলেট ডেস্কঃঃ পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালিত হচ্ছে সিলেট বিভাগে। কোথাও চলছে না যানবাহন। এতে করে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এদিকে, বুধবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। বিক্ষোভকালে তারা জানিয়েছে- ১৫ লাখ বেকার শ্রমিকের মুখে হাসি ফোটাতে তারা এই পরিবহন ধর্মঘট আহবান করেছেন। কিন্তু প্রশাসনের ভুমিকা রহস্যজনক। বরং দাবির প্রতি কোনো তোয়াক্কাই করছে না তারা। করোনাকালে বন্ধ হয়ে পড়া সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে গত তিন মাস ধরে আন্দোলনে রয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এর আগে গত মাসে একই দাবিতে সিলেটের পণ্যবাহী যানবাহনে তিন দিনের ধর্মঘট পালন করা হয়। এবারের ধর্মঘট শুরু হওয়ার আগের দিন সোমবার সিলেটের জেলা প্রশাসকের ডাকে সাড়া দিয়ে পরিবহন ও শ্রমিক নেতারা বৈঠকে বসেছিলেন। কিন্তু জেলা প্রশাসন বৈঠক ডাকলেও দাবি মেনে নেয়ার কোনো আশ্বাস দেননি। তিনি কোনো সময়ও চাননি। এ কারণে মঙ্গলবার থেকে ধর্মঘট আহবান করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। পরিবহন ধর্মঘটের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে নগরীতে হালকা ও প্রাইভেট যান চলাচল করছে। রিকশা ও পাঠাওয়ের মোটরসাইকেলের মাধ্যমে জরুরি কাজে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন যাত্রীরা।