ডায়ালসিলেট ডেস্কঃঃ ঘোষিত তফসিল অনুসারে আগামী ৩০ জানুয়ারী ময়মনসিংহের ভালুকা পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইতোমধ্যে পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ লিফলেট বিতরণসহ পৌর সভার বিভিন্ন জায়গায় রঙিন ও সাদা-কালো পোস্টার সাঁটিয়ে দোয়া-সমর্থন চেয়ে নিজের প্রার্থীতা জানান দিয়েছেন।

এর আগে, নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনেকেই করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, পেয়াঁজ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, পানির ট্যাঙ্ক বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছেন। বর্তমানে দল বেধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় এবং খোঁজ-খবর নিয়ে গণসংযোগ চালাচ্ছেন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মোবাইলে।

এদিকে, তফসিল ঘোষণার আগে থেকেই ভালুকা পৌর এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। নির্বাচন নিয়ে আলোচনা চলছে পৌর এলাকার বিভিন্ন মোড়ের চায়ের স্টল, মুদি দোকানসহ বিভিন্ন আড্ডাস্থলে। আলোচনায় পিছিয়ে নেই পরিবারের লোকজনও।

ওইসব আলোচনায় কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীদের চাইতে প্রাধান্য পাচ্ছে বড় দুই রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে। বর্তমানে পৌরসভা জুড়ে মুলতঃ আলোচনা একটাই, ‘ভালুকা পৌরসভা নির্বাচনে বড় দুই দল থেকে কে কে হচ্ছেন মেয়র প্রার্থী?’ তাছাড়া আলোচনা হচ্ছে, সম্ভাব্য মেয়র প্রার্থীদের মাঝে কে কেমন? কার জনপ্রিয়তা বেশী? কাকে মনোনয়ন দিলে ভাল হবে? কাকে দেওয়া উচিত? কার মনোনয়নে জয়ের সম্ভাবনা বেশী? ইত্যাদি বিষয় নিয়ে।

তবে, দলীয় মনোনয়ন প্রত্যাশীরা তাকিয়ে আছেন ঢাকার দিকে। অধীর আগ্রহে তারা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় ঘোষণার জন্য। অনেকেই আবার কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে লবিং করছেন। নিজের অবস্থান তুলে ধরে তাদের মনজয়ের চেষ্টা করছেন দলীয় মনোনয়নের জন্যে।

এদিকে, স্থানীয়ভাবে দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে আলোচনায় আছেন- উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বর্তমান মেয়র ডা. একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল এবং বিএনপি থেকে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও গত নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আহসান উল্যাহ খান রুবেল।

ভালুকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মাস্টার বলেন, ‘পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ের জন্য পাঁচজনের নামের তালিকা উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে অনেক আগেই জেলায় পাঠানো হয়েছে।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়েনর জন্য কেন্দ্রীয় গাইডলাইন অনুসারে প্রার্থী তালিকা প্রনয়ন করে অচিরেই জেলায় পাঠানো হবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *