প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০
ডায়ালসিলেট::
কোম্পানীগঞ্জে র্যারে অভিযানে ধরা পড়েছে মো. বিল্লাল হোসেন (৩৬) নামের এক অস্ত্র কারবারি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’টি বিদেশি রিভলবার-এয়ার পিস্তল ও ৮৫ রাউন্ড গুলি।
বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অপারেশন অফিসার এএসপি একেএম কামরুজ্জামান এর নেতৃত্বে উপজেলার উত্তর কলাবাড়ী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ অস্ত্র কারবারি বিল্লাল গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া বিল্লাল ওই এলাকার আব্দুল মনাফের ছেলে।
তার হেফাজত থেকে র্যাব একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি এয়ার পিস্তল, রিভলবারের গুলি ৪ রাউন্ড, এয়ার পিস্তলের ৮১ রাউন্ড গুলি জব্দ করে।
গ্রেফতারকৃত অস্ত্রকারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে অস্ত্র আইনে মামলা দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯’র এএসপি (গণমাধ্যম) ওবাইন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech