সিসিকের অভিযান : ৬ ট্রাক কাঠ জব্দ, ৯ মামলা

প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

সিসিকের অভিযান : ৬ ট্রাক কাঠ জব্দ, ৯ মামলা

ডায়ালসিলেট::

নগরের দক্ষিণ সুরমার পুরাতন রেল স্টেশন সড়ক এলাকায় অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশন। বৃহস্পতিবার সড়ক ও সড়কের পাশের সরকারী জমি দখলমুক্ত করতে এই অভিযান পরিচালনা করে সিসিক। অভিযানে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া এসময় ৬ ট্রাক কাঠ জব্দ করা হয়।

সিসিক সূত্র জানায়, সম্প্রতি এই সড়ক প্রসস্থ করে সংস্কার কাজ সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন। কিছু কাজ এখনো চলমান রয়েছে। তবে এই সড়কটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন স্থানীয় কাঠ ব্যবসায়ীরা। সড়কের পাশের সরকারী জমি দখল করে ব্যবসা পরিচালনা করছেন তারা। ফলে এই সড়কে চলাচলে দুর্ভোগে পড়তে হয় যাত্রী ও পথচারীদের। এ অবস্থায় পুরাতন রেল স্টেশন সড়ক এলাকায় সিলেট সিটি করপোরেশনের ২টি ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান পরিচালনা করে।

সিসিক সূত্রে আরও জানান যায়, সিলেট সিটি করপোরেশন থেকে বার বার তাদেরকে সড়ক দখল মুক্ত করে জনচলাচলে সহযোগিতার আহবান করা হলেও তারা অবৈধভাবে সড়ক দখল ছাড়েননি। ফলে আজ অভিযান চালানো হয়।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ এবং সিসিকের নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ ভ্রাম্যমান আদালত ২টি পরিচালনা করেন।

অভিযানে সিসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ