দলদিল যুব সংঘের উদ্যোগে বীর মুুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

দলদিল যুব সংঘের উদ্যোগে বীর মুুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

ডায়ালসিলেট ডেস্কঃঃ মহান বিজয় দিবস উপলক্ষে দলদিল যুব সংঘের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মানান ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শাহীঈদগাহস্থ দলদলি চা-বাগানের মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন দলদলি চা-বাগান মন্দিরের অধ্যক্ষ শ্রী পাদ পান্ডব গৌবিন্দ দাস ব্রক্ষচারী ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. জাহান চৌধুরী।

দলদলি চা-বাগানের বিশিষ্ট ব্যবসায়ী গৌতম দাসের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শ্রী রাম প্রসাদ দাস, মথুরা দাস, শংকর দাসের পরিবার সদস্যদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তালুকদার।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিকাশ রঞ্জন মুন্ডার পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দলদলি যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাস।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলদলি চা-বাগানের সহকারি ম্যানেজার মাহবুব আশরাফ জনি, এড. আবুল হাসনাত মো. জাফর চৌধুরী, ৬নং টুকের বাজার ইউপি সদস্য আবুল কাসেম চৌধুরী, দলদলি চা-বাগান সেকেন্ড টিলাক্লার্ক গোলাম মর্তুজা বেলাল, দলদলি চা-বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, ৬নং টুকের বাজার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা দলদলী যুব সংঘ রমেশ মুন্ডা, বিশিষ্ট মুরব্বী সুধেন দাস, প্রধান শিক্ষক পম্পা চক্রবর্তী, উপদেষ্টা বিপন কুর্মী, ৬নং টুকেরবাজার ইউপি সদস্য ও ৭, ৮, ৯ ওয়ার্ডের মহিলা মেম্বারনী দক্ষিণ গোয়ালা, উপদেষ্টা হরিচরণ দাস, উপদেষ্টা সঞ্জিত চন্দ্র, বিশিষ্ট মুরব্বী অমল দাস।

দলদলি যুব সংঘের সহ-সভাপতি শক্তি ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অপু দাস, সহ- সাধারণ সম্পাদক সবুজ বাউরী, সহ- সাংগঠনিক বিশ্বজিৎ দাস, অর্থ সম্পাদক সঞ্জয় শীল, দপ্তর সম্পাদক রঙ্গুলাল মুন্ডা, ক্রীড়া সম্পাদক শ্যামল মুন্ডা, সহ-ক্রীড়া সম্পাদক আপন দাস, চম্পক দাস, সাংস্কৃতিক সম্পাদক সুমন দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক ভুবন ভুমিজ, প্রচার সম্পাদক মিন্টু নায়েক, সহ-প্রচার সম্পাদক মিলন দাস, ডেনী নায়েক, সদস্য অনুকুল দাস, রতন দাস, জগদীষ দাস, অঞ্জন দাস, উত্তম দাস, রাজেশ দাস, আকাশ মুন্ডা প্রমুখ।

0Shares