প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক::
প্রথম ধাপে আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার প্রথমবারের মতো বড়লেখায় ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন উপলক্ষে আজ রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো হয়েছে। পাশাপাশি এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান রবিবার বিকেলে বলেন, বড়লেখায় প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হবে। বড়লেখা পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে ৪৫টি বুথে ভোটগ্রহণ হবে। এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের দিন ১০টি ভোটকেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ছাড়াও মাঠে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসবেন।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও নারী ভোটার ৭ হাজার ৯২০ জন। ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ভোটগ্রহণের জন্যে ১০টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ রয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech