নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে করোনায়  আক্রান্ত হয়েছেন ১২ জন রোগী। আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে গত ২৪ঘন্টায় করোনায় সনাক্ত হওয়ার রোগীর সংখ্যার কথা নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সিলেটে জেলার ৮ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন । এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯হাজার ৮০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫০৮, হবিগঞ্জে ১হাজার ৯৫০ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮৭৫ জন।

এদিকে, করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো  ২৬২ জন। এর মধ্যে সিলেটে ১৯৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৪০৪জন। এর মধ্যে সিলেটে ৮হাজার ৬১৮ জন, সুনামগঞ্জ ২ হাজার ৪৫৫জন, হবিগঞ্জ ১ হাজার ৫৯৫ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭৩৬ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *