ডায়ালসিলেট ডেস্ক ::  সিলেট ওসমানীনগর গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস, এস, সি,”আমরা ৯৩ ব্যাচ”এর শীত বস্র বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে “আমরা ৯৩
ব্যাচ” এর আনুষ্ঠানিক ভাবে শীত বস্র বিতরণ করা হয়।
“আমরা ৯৩ব্যাচ”এর পক্ষ থেকে অসহায় দের মধ্যে টিফিন এর ব্যবস্থা করা হয়। ওসমানীনগর উপজেলার বিভিন্ন গ্রামের ২০০ শতাদিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় ।
এতে উপস্থিত ছিলেন আমরা ৯৩ ব্যচ কমিটির সভাপতি ইলিয়াস আহমদ,সহ সভাপতি মোশফেকুর রাজা চৌধুরী টুকন,সহ সভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক বিদ্যুৎ ধর, সামছুল ইসলাম সামিম, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সামছুল হক, আনা মিয়া সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শরীফ আহমদ চৌধুরী, এছারা আরো উপস্থিত ছিলেন , পান্না লাল গোস্বামী, সহিদ আহমদ, ছানাওর মিয়া,বাদসা মিয়া, সুমন মিয়া,প্রমুখ।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *