স্পোর্টস ডেস্কঃঃ জয়ের জন্য দরকার ১৩৩ রান, হাতে আছে ৬ উইকেট। এমন পরিস্থিতিতে ব্যাটিং দলের জেতার সম্ভাবনাই বেশি। আর জিততে না পারলেও জয়ের কাছাকাছি অন্তত যাবে – এমনটা বলাই যায়। কিন্তু দলটি যখন পাকিস্তান হয়, তখন তাদেরকে নিয়ে কোনো কিছু অনুমান করা কঠিন। কারণ পাকিস্তান মানেই ‘আনপ্রেডিক্টেবল’। দলটিকে নিয়ে আগে থেকেই কিছু অনুমান করা বোকামি।

নিউজিল্যান্ডে বিপক্ষে প্রথম টেস্টে জয়ের কাছাকাছিও যেতে পারে নি পাকিস্তান। ৪ উইকেটে ২৪০ থেকে পাকিস্তান অলআউট হয়েছে ২৭১ রানে, ম্যাচটি হেরেছে ১০১ রানে। এ জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৩৯ রান করে অলআউট হয়। আর প্রথম ইনিংসে ৪৩১ রান করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রান করে ইনিংস ঘোষণা করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *