ডায়ালসিলেটঃঃ গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক।

দুর্ঘটনায় নিহতরা হলেন পিকআপভ্যানের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২) এবং বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে বাসাবাড়ির আসবাবপত্র নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। যানটি এলেঙ্গায় পৌঁছালে সামনে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপারসহ দুইজন নিহত হন।

কামাল হোসেন আরো জানান, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন। তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আর পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *