ডায়ালসিলেট ডেস্কঃঃ বিশ্ববিদ্যালয় ভর্তি ও ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতারকৃতরা হলেন- হাসান মাহমুদ, মানিক কুমার প্রামানিক, মো. শরিফুল ইসলাম, রিপন কুমার, নাফিউল ইসলাম তাহসিন, রকিবুল হাসান ও রাশেদুল সজিব।
সিআইডি জানায়, এদের মধ্যে রাকিবুল হাসান জনতা ব্যাংক এর মতিঝিল শাখা এবং মানিক কুমার রাজশাহী অগ্রণী ব্যাংক এর সিনিয়র অফিসার। চক্রটি তিনটি পর্যায়ে কাজ করতো। একদল চাকরিপ্রার্থী সংগ্রহ করতো, অন্যদল পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে প্রশ্ন পাঠিয়ে দিতো এবং তৃতীয় দল সেগুলোর উত্তর পরীক্ষার্থীদের সরবরাহ করতো। এসবই হতো ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে।
যেহেতু পরীক্ষার হলে মোবাইল ফোন নেওয়া নিষেধ তাই কিছু ক্ষেত্রে তারা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকদেরও ঘুষ প্রদান করতো। এই চক্রের সহায়তায় যারা চাকরি পেয়েছেন তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি।