বিনােদন ডেস্ক::ডিভোর্স নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন চিত্রনায়িকা তমা মির্জা। তার স্বামী হিশাম চিশতিকে ডিভোর্স পেপার কখন পাঠাবেন এটি নিয়ে এখনো কিছু বলতে পারছেন না। এ ছাড়া ডিভোর্সের খবরটিও এই অভিনেত্রী  গোপন রাখতে চান। গতকাল মানবজমিনের সঙ্গে আলাপকালে এমনটাই বললেন তিনি। এর আগে তিনি জানিয়েছিলেন খুব শিগগিরই আইনজীবীর মাধ্যমে হিশামকে ডিভোর্স পেপার পাঠাবেন। হিশামের সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নিয়েছেন। সত্যি কি তমা ডিভোর্সের পথে হাঁটছেন? জানতে চাইলে তিনি বলেন, ডিভোর্সের বিষয়টি প্রকাশ করতে চাই না। এটি আমার ব্যক্তিগত বিষয়।

এ ছাড়া যদি আমাদের ডিভোর্স হয়েও থাকে সেটি ন্যূনতম তিন মাস গোপন থাকবে। এ বিষয়ে এখন আর কিছু বলবো না। ২০১৯ সালের মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী হিশাম চিশতিকে বিয়ে করেন তমা। গেল অক্টোবরে দুবাইয়ে হিশাম ও তমা হানিমুনও করেন। কিন্তু হানিমুন থেকে ফেরার পরেই তাদের বিচ্ছেদের খবর রটে। যদিও সেই সময় তারা একে গুঞ্জন বলে দাবি করেন। তবে এখন এটি সত্যি, তারা দু’জন একসঙ্গে থাকছেন না। এরইমধ্যে একে অপরের বিরুদ্ধে থানায় মামলাও করেছেন। মামলায় হিশাম চিশতি উল্লেখ করেছেন পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যার চেষ্টা করেন তমা ও তার পরিবার। তবে হিশামের মামলাকে মিথ্যা বলছেন তমা। এদিকে এই অভিনেত্রী হিশামের নামে থানায় তিনটি মামলা করেছেন। একটি হলো নারী নির্যাতন মামলা, অন্যটি যৌতুক মামলা। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনেও তার নামে মামলা আছে। বিভিন্ন সময় তমার আপত্তিকর ছবি প্রকাশ করবে বলেও হুমকি দিয়ে আসছে তার স্বামী হিশাম, এমনটাই দাবি তমার। প্রসঙ্গত, তমা মির্জা ‘নদীজন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কাজ করেছেন ‘বলো না তুমি আমার’, ‘ও আমার দেশের মাটি’, ‘অহংকার’সহ আরো কয়েকটি ছবিতে। এদিকে খুব শিগগিরই নতুন ছবির কাজ শুরু করবেন বলে জানান এই অভিনেত্রী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *