ডায়ালসিলেট ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দেশে মুজিববর্ষ পালন করা হচ্ছে। মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে ১ জানুয়ারি থেকে প্রথম ৭ কর্মদিবসকে র্যাব ফোর্সেস সদর দপ্তর ‘র্যাব সেবা সপ্তাহ’ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এরই ধারাবাহিকতায় সিলেটে র্যাব-৯ আয়োজিত কর্মসূচির চতুর্থ দিনে আজ মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মূসা মো. শরীফুল ইসলাম। এতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন প্রথমে রক্তদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাব-৯ এর উপ-অধিরায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।