নিজেকে দক্ষ করে বিদেশে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

নিজেকে দক্ষ করে বিদেশে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডায়ালসিলেট ডেস্ক;:

নিজেকে দক্ষ করে গড়ে তুলে বিদেশে কাজে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৬ জানুয়ারি) অভিবাসী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে।

এসময় সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, অন্ধের মত বিদেশে ছুটলেই দালালদের খপ্পরে পড়তে হয়। তাই নিজেকে দক্ষ করে তোলে তবেই বিদেশ যাওয়া উচিত।

0Shares