ডায়ালসিলেট ডেস্ক::

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ (সিইসি) ইসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া বিলের মাধ্যমে অর্থ লোপাটের বিষয়ে অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। আজ বৃহস্পতিবার সকালে দুদক চেয়ারম্যানের কাছে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগ পত্রে বলা হয়েছে, প্রশিক্ষণের নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নীতিমালা ব্যতিত ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচসহ সরকারি অর্থের ক্ষতি করা হয়েছে।

অভিযোগপত্রে স্বাক্ষরকারী অন্যান্য আইনজীবীরা হলেন- এডভোকেট আসাদ উদ্দিন, মোহা. মুজাহিদুল ইসলাম, মো. জুবায়েদুর রহমান, মো. আবদুস সবুর দেওয়ান, আল রেজা মো. আমির, আবদুল্লাহ হিল মারুফ ফাহিম, জি এম মুজাহিদুর রহমান, মুস্তাফিজুর রহমান এবং মো. জহিরুল ইসলাম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *