চুলের নতুন স্টাইল নিয়ে অনুশীলনে সাকিব

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

চুলের নতুন স্টাইল নিয়ে অনুশীলনে সাকিব

স্পোর্টস ডেস্ক;:৩রা জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন সাকিব আল হাসান। এসেই নিজেকে বদলে ফেলেন নতুন রূপে। গেল কয় মাসে তাকে দেখা গেছে বড় বড় কোঁকড়া চুলে। যা দেখে ভক্তরাও তার চুলের স্টাইল অনুকরণ শুরু করেছিলেন। তবে দেশীয় সেলুন ‘ছাঁটাই’ এর হোম সার্ভিসের সুবিধা নিয়ে বদলে ফেলেন পুরানো স্টাইল। গুঞ্জন রয়েছে সেলুনটির বিজ্ঞাপনেই অংশ নিয়েছেন তিনি। যার জন্য হয়তো নিয়েছেন পারিশ্রমিকও। সেলুনটি সামাজিক যোগাযোগের মাধ্যমে সাকিবের চুল কাটা ও নিউ লুকেরও ছবি আপলোড করেছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশন শুরু করেছেন সাকিব আল হাসান। গতকাল সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা মাঠে অনুশীলনে বেশ কয়েক ঘণ্টা কাটান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। সবকিছু ঠিক থাকলে ১০ই জানুয়ারি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের অনুশীলন ক্যাম্প। তার আগে আজ থেকে ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের  কোভিড-১৯ নমুনা সংগ্রহ শুরু হবে। সেই সঙ্গে তারা প্রবেশ করবে জৈব সুরক্ষা বলয়ে। ক্রিকেটারদের বায়ো-বাবল নিয়ে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘পুরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কার্যক্রমকে মাথায় রেখে আমাদের কোভিড প্রটোকল অনুযায়ী কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খেলোয়াড়দের বাসায় গিয়ে (কোভিড-১৯ নমুনা সংগ্রহ) করার কথা।’
১১ মাস পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে ২০শে জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মিরপুর শেরেবাংলা মাঠে। এই সিরিজকে সামানে রেখে মঙ্গলবার থেকেই বিসিবি মেডিকেল বিভাগ সিরিজ সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা শুরু করেছে। এরই মধ্যে ক্যারবীয়দের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি সেখানে দুই সিরিজের (ওয়ানডে ও টেস্ট) স্কোয়াডে নাম আছে সাকিবের।  ঘোষিত তালিকা থাকায় ক্রিকেটার, কোচিং স্টাফদের দুইভাবে আজ ও পরশু কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন বিসিবি মেডিক্যাল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। গতকাল অনানুষ্ঠানিক অনুশীলনে অংশ নেন সাকিব আল হাসান। সাকিবের চুলের নতুন স্টাইল নিয়ে সেলুনের এক কর্মকর্তা দৈনিক মানবজমিনকে বলেন, ‘সাকিব আল হাসান আমাদের একজন কাস্টমার। তার মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে  পেয়ে আমরা গর্বিত। সেই কারণেই তার অনুমতি নিয়ে ছবি প্রকাশ করেছি। এটি আমাদের প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপন নয়। একটি শুটিংয়ের আগে তিনি আমাদের হোম সার্ভিসের সুবিধা নিয়েছেন।’
৫ জুলাই, ২০১৯ দেশের হয়ে বিশ্বকাপে শেষ ওয়ানডে খেলেন সাকিব। সেই বছর সেপ্টেম্বরে দেশের মাটিতে শেষ টেস্টে প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। গত ২৯শে অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন সাকিব। সুযোগ ছিল শ্রীলঙ্কায় টেস্ট দিয়ে আন্তর্জতিক ক্রিকেটে ফেরারও। কিন্তু করোনা মহামারির কারণে লঙ্কা সফর স্থগিত হয়। নভেম্বরে ঘরোয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লীগে মাঠে ফেরেন সাকিব। প্রত্যাবর্তনটা খুব একটা ভালো হয়নি। ৯ ম্যাচে করেছেন ১১০ রান আর বল হাতে প্রাপ্তি ৬ উইকেট। দীর্ঘ বিরতি আর বতর্মান পারফরম্যান্স সব মিলিয়ে প্রায় ১৬ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যালেঞ্জ যে সহজ হবে না তা নিজেও জানেন। তাই দেশে ফিরেই বলেছিলেন, ‘অবশ্যই একটা প্রত্যাশা তো থাকেই। নিজের আছে, সবার আছে। সে হিসেবে চেষ্টা করবো যেন আগের জায়গায় থাকতে পারি। তবে সবই বোঝা যাবে যখন খেলাটা শুরু হবে। অবশ্যই সহজ হবে না আমার জন্য। তবে আমি নিজের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবো।’ বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই সংষ্করণের সিরিজের জন্য ক্যারিবীয়দের ১৫ সদস্যের দলে নেই তারকা ক্রিকেটারদের কেউ। ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কাইরন পোলার্ড, টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ফাবিয়েন অ্যালেন ও শেন ডাওরিচরা। বেশির ভাগ খেলোয়াড়ই করোনার ভয়ে সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন। আর সাকিব বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি আমরা না ভালো করি সেটা হবে হাতাশার।’

0Shares