সিলেট কারাগারে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

সিলেট কারাগারে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

ডায়ালসিলেট::

সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় রুবেল মিয়া নামের ৩০ বছরের সাজাপ্রাপ্ত একজন কয়েদি (কয়েদি নম্বর- ৪০১০/এ) আত্মহত্যা করেছেন।

আত্মহত্যা চেষ্টার মুমূর্ষু অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিলের সঙ্গে মোবাইল ফোনে যুক্ত হওয়ার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে কয়েদি রুবেল মিয়া আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাকে উদ্ধার করে মূমুর্ষু অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

মারা যাওয়া রুবেল মিয়া কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র। রুবেল ২০১৬ সাল থেকে কারাভোগ করছেন। একটি হত্যা মামলায় তার ৩০ বছরের সাজা হয়। তার বিরুদ্ধে আরেকটি মামলা চলমান রয়েছে। রুবেলের মরদেহ ময়না তদন্ত শেষে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ