আন্তর্জাতিক ডেস্ক::

ইন্দোনেশিয়ায় বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীবাহী উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। শ্রীবিজয়া এয়ারের এই উড়োজাহাজটিতে ক্রুসহ ৬২ জন আরোহী ছিলেন। দেশটির নৌবাহিনী জানিয়েছে, সাগরে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পেয়েছেন তাঁরা। তবে আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী বুদি করিয়া রয়টার্সকে বলেন, জাকার্তা বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে সাগরের লাকি দ্বীপে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

উদ্ধারকারী দল দ্বীপটিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আরোহীদের কেউ জীবিত আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার দুপুরে উড়োজাহাজটি জাকার্তা থেকে পশ্চিম কালিমানতান প্রদেশের পন্তিয়ানাকের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনিট পর নিখোঁজ হয়ে যায়।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, এক মিনিটেরও কম সময়ের মধ্যে উড়োজাহাজটি তিন হাজার মিটার নিচে নেমে আসে। তারপর আর যোগাযোগ করা যায়নি।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ২টা ৪০ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানায়, ভারি বৃষ্টির মধ্যে উড্ডয়নের চার মিনিটের মাথায় ২৬ বছরের পুরোনো বিমানটি হারিয়ে যায়। জাভা সাগরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এরপরই ওই এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পাঠানো হয়েছে চারটি রণতরী। সেনা ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *