ইলেকট্রিক মার্চেন্ট এসোসিয়েশনের সহ সভাপতিকে নয়াসড়ক ক্রীড়া সংস্থার শুভেচ্ছা
DialSylhet DialSylhet
DS Tv

ডায়ালসিলেট ডেস্ক ::
সিলেট জেলা ইলেকট্রিক মার্চেন্ট এসোসিয়েশনের সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় আব্দুল কাদির খছরুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নয়াসড়ক ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। সোমবার (১১ জানুয়ারি) সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে তাকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়।
নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সনির পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ইলেকট্রিক মার্চেন্ট এসোসিয়েশনের সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় আব্দুল কাদির খছরু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবী মো. বেলাল উদ্দিন, বিহঙ্গ তরুণ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন মিলাদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমদ, মহানগর যুবলীগ নেতা জিয়াউর রহমান লিমন, সিলেটের দিনকালের বার্তা সম্পাদক বদরুর রহমান বাবর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক শরীফ মোবারক সুমন, সুমন দাস, আব্দুল হামিদ টিটু, সহ সভাপতি নাজিম উদ্দিন, আজিজুল হাকিম রাজু, আরাদ আহমদ, সুহেল আহমদ, সাদিকুর রহমান জুবেল, সহ সাংগঠনিক সম্পাদক সাওয়াল হুসেন সাগর, সাঈদ খান, অভি আহমদ, নাহিদ আহমদ, সৈকত আহমদ, দিপু আহমদ, শাওন, জাকির, তাহা, তানভীর, টিটু, কামরুল, ফুরকান, সামি, রুহান, শাহিন, ফয়সল, নেহাল প্রমুখ।