ডায়ালসিলেট ডেস্ক::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাজারুল ইসলাম (২৪) হত্যা মামলার এক আসামি কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৯ এর একটি দল গত সোমবার (১১ জানুয়ারি) রাতে সিলেট শহরের মেজরটিলা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম চৈইল মিয়া (৬৫) তিনি হত্যা মামলার দ্বিতীয় আসামি। র‌্যাব-৯ এর একটি দল গ্রেপ্তার করে জগন্নাথপুর থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, মোহাম্মদপুর গ্রামের চৈইল মিয়া ও একই গ্রামের হবিবুর রহমানের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

যার জের ধরে গত বছরের সেপ্টেম্বর মাসে এক সংঘর্ষে মাজারুল ইসলাম (২৪) মারা যান। ১৪ সেপ্টেম্বর তার বাবা ফয়জুল ইসলাম বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামি কে জেল হাজতে পাঠানো হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *