ডায়ালসিলেট::সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে সড়ক অবরোধ করেছেন ট্রাক শ্রমিকরা। সোমবার রাত সোয়া ১১টা থেকে চত্বরের চারদিকে সড়কে ট্রাক রেখে অবরোধ করেন তারা। এতে ঢাকা-সিলেট মহাসড়কসহ আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

জানা যায়, নগরের সুবিদবাজারে ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এই অবরোধ করেছেন শ্রমিকরা। সোমবার রাতে সুবিদবাজারে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের পর বিক্ষোব্ধ জনতা ট্রাক ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। এসময় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরের চারপাশে প্রায় ১০০ ট্রাক রেখে অবরোধ করেন। এত ঢাকা-সিলেট মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ে।

বিক্ষোব্ধ শ্রমিকরা বলেন, ‘সড়কে দুর্ঘটনা ঘটুক তা আমরা কেউ চাই না। কিন্তু একজনের ভুলের কারণে এভাবে নির্বিচারে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব।’

তবে পরবর্তীতে পুলিশ শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করলে তারা অবরোধ তুলে নিতে সম্মত হন।

রাত পৌনে বারোটায় দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘রাত এগারোটা ১৫ মিনিটে সুবিধবাজার এলাকায় ট্রাক ভাঙচুরের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরবর্তীতে আমরা তাদের সঙ্গে আলোচনা করার পর তারা অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *