প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১
ডায়ালসিলেট::
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৭১ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সুস্থততার হারও। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ হাজারে ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন।
নতুন শনাক্তদের মধ্যে ৭ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৪ জন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৭১৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ৩১৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯০৮ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ২৭১ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০৭ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৪ হাজার ৭৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৯৪৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৮৩ জন, হবিগঞ্জের ১ হাজার ৬০৩ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭৪৪ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৩৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৬ জন, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৫ জন, সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাসপাতালে ১ জন করে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। এসময়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech