ডায়ালসিলেট ::সিলেটের সামাজিক সংগঠন মানব কল্যাণ সংস্থা শীতার্ত মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরন করেছে। শনিবার বিকেল তিনটায় সিলেটের গুয়াবাড়িস্ত জাহাঙ্গীর নগর আবাসিক এলাকায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। গরীব দুঃখী মেহনতী মানুষদেরকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে প্রায় ১০০টি শীতের কম্বল বিতরন করে সংস্থাটি। মইন উদ্দিন খান রুমানের সঞ্চালনায় এবং ৬নং টুকের বাজার ইউপির ৭ নং ওয়ার্ড মেম্বার শফিকুর রহমান শফিকের ভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমেদ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানরা। শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তারা সবাইকে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান এবং নিজ নিজ জায়গা থেকে গরীব দুঃখী মেহনতী মানুষের জন্য কাজ করার জন্য সবাইকে অনুরোধ করেন। সংস্থাটির সভাপতি মইন উদ্দিন উদ্দিন বলেন অতীতের মত আগামীতেও আমরা মানবতার কল্যাণে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো।এবং আজকের অনুষ্টানে উপস্থিত থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন মানব কল্যান সংস্থার সেক্রেটারি কামাল আহমেদ, সহ সভাপতি গিয়াস আহমেদ,সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, মামুন আহমেদ, কামাল মিয়া।,আজিজুর রহমান প্রমুখ

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *