ডায়ালসিলেট ডেস্ক::

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯২২জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৯৭ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৮হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৭৩৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৩হাজার ১৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮২৯ টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *