প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক:: সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দু’দিনের সফরে সিলেট আসছেন।
আগামী ২২ জানুয়ারি, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচীতে দেখা গেছে, ওইদিন ধোপাগুলে সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
মধ্যাহ্ন বিরতির পর বেলা পৌনে ৩টার দিকে মোগলগাঁও ইউনিয়নে সুরমা নদীভাঙন রক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এ দিন সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের মিলনায়তনে সিলেটের সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
পরদিন শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের মধ্যে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন ড. মোমেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।
দুপুর সাড়ে ১২টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন মন্ত্রী। বিকালে জেলা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচিতে তাঁর একান্ত সচিব দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ স্বাক্ষর করেছেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech