গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডায়ালসিলেট ::

সিলেটের বহুল আলোচিত দক্ষিণ সুরমা থেকে গাঁজা ও ইয়াবার চালানসহ দুই মাদক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-দক্ষিণ সুরমার বেজবাড়ী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে শাহ আলম ও মোমিনখলা ৪০ নম্বর বাসার মৃত ওয়াতির আলীর ছেলে
শামীম মিয়া (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: মনিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার লাউয়াইস্থ বঙ্গবীর রোড থেকে ইয়াবা ব্যবসায়ী সালাম হোসেন ওরফে শাহ আলমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে একইদিন হুমায়ুন রশিদ চত্বর হইতে রেল স্টেশন গামী লিংক রোডস্থ সোহাগ স্টোরের ভিতরে ররাতে পৃথক অভিযান চালিয়ে ১২০ পুরিয়া গাঁজাসহ শামীম মিয়াকে আটক করে পুলিশ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ