আন্তর্জাতিক ডেস্ক;:ক্যাপিটল হিলে হামলার অভিযোগে আরো দুই নারীকে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। শুক্রবার পেনসিলভেনিয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে একজনকে এক ভিডিওতে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসিকে গুলি করে হত্যার কথা বলতে দেখা যায়। গ্রেপ্তার হওয়া ওই দুই নারীর নাম ডন ব্যানক্রোফট এবং ডায়ানা সান্তোস-স্মিথ। তাদের একটি ভিডিও ফুটেজ হাতে পেয়েছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা। এতে দেখা গেছে ব্যানক্রোফট বলছেন, আমরা ক্যাপিটলে প্রবেশ করেছি এবং আমাদের যা করার ছিল তাই করেছি। এ ভিডিও তিনি তার সন্তানদের কাছে পাঠান। এতে তিনি আরো বলেন, আমরা ন্যান্সি পেলোসিকে খুঁজেছি যাতে করে তার ঘিলু উড়িয়ে দেয়া যায়।
তবে আমরা তাকে খুঁজে পাইনি। এফবিআই জানিয়েছে, প্রাথমিকভাবে ওই নারী অভিযোগ অস্বীকার করেছেন। তবে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। বৃদ্ধি করা হয়েছে তাদের নিরাপত্তা। পুলিশ আইনপ্রণেতাদের কোথাও যাওয়ার আগে জানিয়ে নিতে বলেছে। এরইমধ্যে এই গ্রেপ্তারের ঘটনা ঘটলো। ক্যাপিটল হিলে হামলার দিন ব্যানক্রোফট ও স্মিথ উভয়েই ‘মেক অ্যামেরিকা গ্রেট এগেইন’ হ্যাট পরেছিলেন। একইসঙ্গে অসংখ্য ট্রাম্প সমর্থকদের সঙ্গে তারাও ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলায় অংশ নিয়েছিলেন। এখন পর্যন্ত ১৬০ জনকে হামলায় অংশ নেয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছে। এফবিআইকে ব্যানক্রোফট ও সান্তোস-স্মিথ জানিয়েছেন, তারা ভবনের মধ্যে এক মিনিটের বেশি ছিলেন না। এছাড়া কোনো অফিসে প্রবেশের কথাও অস্বীকার করেন তারা।