নিজস্ব প্রতিবেদক ::

সিলেটে এসে পৌঁছেছে করোনা ভাইরাসের টিকা। রবিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বেক্সিমকো’র ফ্রিজার গাড়ি করে সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে আসা হয় টিকা। পরে ভ্যাকসিনগুলো সিভিল সার্জনের কার্যালয়ের টিকাদান প্রোগ্রাম (ইপিআই) ভবনে নিয়ে রাখা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনা টিকার ১৯টি কাটুনের মধ্যে প্রত্যকটি কার্টুনে ১২০০ করে ভায়েল আছে। সবমিলিয়ে ২২ হাজার ৮শত ভায়েল রয়েছে এর মধ্যে প্রতি ভায়েলে ১০ ডোজ করে ধরলে সেই হিসেবে দুই লাখ ২ লাখ ২৮ হাজার ডোজ এসেছে। সিলেট নগরীর ১৩টি স্থানে করোনা টিকা দেয়া হবে।

এরমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি বুথ, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮টি বুথ, বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে ১টি বুথ থাকবে। এর বাইরে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে দুটি বুথ রাখা হবে বলে জানিয়েছেন তারা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *