ডায়ালসিলেট ডেস্ক ::

কমিউনিস্ট আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক কমরেড আসাদ্দর আলীর ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল) সিলেট জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্যদিয়ে তাঁকে স্বরাণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের ওসমানীনগর তাজপুরে কমরেড আসাদ্দর আলীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সমাধিস্থলের সামনে সংক্ষিপ্ত পরিসরে স্মৃতিচারণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সিলেট এ সাম্যবাদী দল সিলেট শাখার ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড আফরোজ আলীর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন সাম্যবাদী দল কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহ, জেলা কমিটির সদস্য অধ্যক্ষ ব্রজ গোপাল দে চৌধুরী, কমরেড নিবাস চক্রবতী, কমরেড জনক চক্রবর্তী, হবিগঞ্জ জেলার নেতা কমরেড শেখ আব্দুল কুদ্দুস খান, শ্রমিক নেতা মেহের আলী, সমবায়ী ও কৃষক নেতা ইর্শাদ আলী, প্রবাসী নেতা ফয়সল হোসেন, বুরুঙ্গা ইউনিয়ন সম্পাদক কমরেড সেলিম আহমদ প্রমুখ।

বক্তারা কমরেড আসাদ্দর আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর স্মৃতি রক্ষায় সিলেট কাজীর বাজার সেতুকে কমরেড আসাদ্দর আলী সেতু নাম করণের দাবী জানান। বর্তমানে চলমান দুবৃত্তায়ন ঘুষ-দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত রাজনৈতিক পরিবেশ বজায় রাখার স্বার্থে অটিরেই আমলা নির্ভর রাজনীতি পরিহার করার প্রতি গুরুত্বারূপ করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *