প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ১২ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ৩০৫ জন রোগী শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১৯০ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জনে।
গত একদিনে আরও ৪১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech