প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক::বৃটেনে ভারী তুষারপাতের জন্য ইংল্যান্ডের পূর্ব ও সাউথ ইস্ট ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাতের কারণে রাস্তায় চলাচলে ব্যাঘাত ঘটার পাশাপাশি আটকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। হলুদ সতর্কতা জারি করে পূর্বাভাসকারীরা বলেছেন, প্রতিকূল পরিস্থিতিতে ভ্রমণ করলে, রাস্তায় আটকে পড়তে পারে যানবাহন। এছাড়াও বিদ্যুতের বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভারী তুষারপাত ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের বেশিভাগ জায়গায় পড়তে শুরু করেছে। অন্ধকারে চেয়ে গেছে পুরো দেশ। আজ রবিবার লন্ডন শহরে ভারী তুষারপাত না হলেও ভোর থেকে স্নো পড়তে শুরু করে। বর্তমানে রাস্থাঘাট ফাঁকা।
মেট অফিসের আবহাওয়াবিদ সারা কেন্ট বলেছেন, বাতাস শীতল হবে তবে, এবারের তুষারপাত ২০১৮ সালের মতো এতো ব্যাপক হবে না এবং ঠান্ডা হবে না। তবে পূর্বাভাসকারীরা সর্তক করে বলেছেন, সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত তুষারপাত হতে পারে। এসেক্স, নরফোক, সাফল্ক, কেন্ট মেডওয়ে। সোমবার ৯টা পর্যন্ত আপাতত এই সর্তকতা জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech