প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক::জনরায়কে উপেক্ষা করলেন মিয়ানমারের সামরিক জান্তা, সেনাপ্রধান মিন অং হ্লাইং। নির্বাচন কমিশন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে ঘোষণা দেয়া সত্ত্বেও তিনি বললেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। প্রতিশ্রুতি দিয়েছেন নতুন নির্বাচনের। সেই নির্বাচনে যিনি বিজয়ী হবেন তার হাতে ক্ষমতা তুলে দেয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্তিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করে তিনি ক্ষমতা দখল করেন। এরপর প্রথমবারের মতো টিভিতে বক্তব্য রাখেন সোমবার। এ সময় তিনি অভ্যুত্থানের পক্ষে সাফাই গান। অন্যদিকে তাদের হাতে আটক অং সান সুচির সঙ্গে সোমবার সাক্ষাতের চেষ্টা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কিন্তু সামরিক জান্তা তাদের এমন অনুরোধ প্রত্যাখ্যান করে। এরই মধ্যে তৃতীয় দিনের মতো সোমবার সেখানে বিক্ষোভ প্রতিবাদে মানুষের ঢল নামে। কিন্তু সামরিক জান্তা এরই মধ্যে অনেক এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে কারফিউ এবং সমাবেশে সীমিত পরিমাণ মানুষের উপস্থিতি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। জেনারেল মিন অং হ্লাইংয়ের বক্তব্যে তার অভ্যুত্থানের পক্ষেই বেশি জোরালো যুক্তি তুলে ধরেন। তার দাবি, নির্বাচন কমিশন নির্বাচনে অনিয়মের তদন্ত করতে ব্যর্থ হয়েছে এবং তারা সুষ্ঠু প্রচারণা চালাতে দেয়নি। জবাবে নির্বাচন কমিশন আগেই বলেছে, কোনো অনিয়মের প্রমাণ নেই তাদের কাছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech