প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :
জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর মেন্দিবাগস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে তৃণমূল পর্যায় থেকে দূর্নীতি বিরোধী জনমত সৃষ্টির লক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার (১০ই ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংগঠনের সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্টু চন্দের পরিচালনায় সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, দুদুক চেয়ারম্যানের বক্তব্যে আমরা শুনতে পাই মাঠ থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দূর্নীতির খবর তখন আমরা অসহায় ভাবে বসে থাকতে পারি না।
প্রতিটি গ্রামে দূর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ হতে হবে। দূর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে ক্ষুদ্র আয়োজন হলেও সাধারণ মানুসকে দূর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তব্য রাখেন, বিলাল মিয়া, মানিক মিয়া, মামুন আহমদ, আলাই মিয়া, বেলাল আহমদ, জামাল হোসেন প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech