ডায়ালসিলেট::
সিলেট নগরের আম্বরখানা-বিমানবন্দর সড়কের চৌকিদেখি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টায় চৌকিদেখি এলাকায় পূবালী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১০ টায় বিমানবন্দরগামী একটি ট্রাক শহরমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে আহত হন দুজন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।