প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
আর্ন্তজাতিক ডেস্ক::
সৌদি আরবের নারীরা এবার অস্ত্র হাতে নিতে পারবেন এবং যোগ দিতে পারবেন সেনাবাহিনীতে। এর মধ্য দিয়ে দেশটিতে নারীদের জন্য আরও একটি কর্মক্ষেত্র উন্মুক্ত হলো।
সংবাদমাধ্যম আরব নিউজের বরাতে আলজাজিরা জানায়, সৌদি নারীরা এখন থেকে সামরিক বাহিনীর সৈনিক, ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট পদে দায়িত্ব পালন করতে পারবেন।
এজন্য নির্দিষ্ট ওজন ও উচ্চতা থাকতে হবে আগ্রহীদের। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এক্ষেত্রে বিদেশি নাগরিককে বিয়ে করে থাকলে সশস্ত্র বাহিনীতে যোগদানের অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
এর আগে ২০১৮ সালে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তার আগ পর্যন্ত সৌদি আরব ছিল একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। তারপর ২০১৯ সালে সৌদি সরকার ঘোষণা দেয়, সশস্ত্র বাহিনীতে নারীদের নিয়োগ দেওয়া হবে।
চলতি বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের সরকারি একজন কর্মকর্তা জানান, শিগগিরই সে দেশের আদালতে নারী বিচারক নিয়োগ দেওয়া হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech