করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে রাশিয়া

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক::

রাশিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪২ লাখ নয়শ ২ জন এবং মারা গেছে ৮৪ হাজার চারশ ৩০ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় চার নম্বরে রয়েছে রাশিয়া। সে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে গেছে ৩৭ লাখ ৫১ হাজার পাঁচশ ৬২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে তিন লাখ ৬৪ হাজার নয়শ ১০ জন।

সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ৩১ লাখ ২৪ হাজার ৩৭ জন এবং মারা গেছে ২৫ লাখ নয় হাজার দু’শ ৩৮ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে আট কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৯৫ জন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ