বিনোদন ডেস্ক::
ফের রাজনীতির ময়দানে পা রাখলেন টলিউডের আরও এক তারকা। বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার বৃহস্পতিবার জেপি নাড্ডার উপস্থিতিতে দলের দলীয় পতাকা তাঁর হাতে তুলে দেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ছিল তারকার হাট । তৃণমূল নেত্রীর হাত থেকেই দলের পতাকা তুলে নেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক ও মনোজ তিওয়ারির মতো সেলিব্রিটিরা । তার পরদিনই নাড্ডার বঙ্গ সফরে কোনও চমক অপেক্ষা করে রয়েছে, এমনটাই জল্পনা চলছিল। সেটাই দেখা গেল কলকাতায় নাড্ডার অনুষ্ঠানে । অভিনেত্রী পায়েল সরকারের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি পদ্ম শিবিরে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত । যশ ছাড়াও বিজেপিতে যোগ দেন পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, সুতপা সেন, অতনু রায়, অশোক ভদ্র, মল্লিকা বন্দ্যোপাধ্যায়-সহ এক ঝাঁক তারকা।
বৃহস্পতিবার যে তালিকায় জুড়ে গেল পায়েলের নাম। আবার তৃণমূলে ইতিমধ্যেই সাংসদ হিসাবে রয়েছেন দেব, নুসরত জাহান, মিমি চক্রবর্তীর মতো তারকারা। আগে থেকেই ছিলেন শতাব্দী রায়, তাপস পালেরা। এঁরা সকলেই ভোটে লড়ে সাংসদ হয়েছেন। বিজেপি তাদের শিবিরে নাম-লেখানো তারকাদেরও সেই পথে নিয়ে যায় কি না। নাকি এ শুধুই তৃণমূলের সঙ্গে পাল্লা টানার প্রতিযোগিতা।