প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::
হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়লাভ করা নৌকার প্রার্থী সেলিম পেয়েছেন ১৩ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট। এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকে শামসুল হুদা পেয়েছেন ৫৭৯ ভোট, মোবাইল ফোন প্রতীকে মো. বশিরুল আলম (কাওছার) পেয়েছেন ১৮১ ভোট এবং জগ প্রতীকে গাজী মো. পারভেজ হাসান পেয়েছেন ১৬৫ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটানা ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বপালন করেছেন ১২০ সদস্যের ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪টি টিমসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য। এছাড়াও দায়িত্বপালনে ছিলেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা পুলিশ সূত্র জানায়, পৌর এলাকার ২৪টি ভোটকেন্দ্রে ৬০০ পুলিশ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বপালন করেছিলেন। এছাড়া প্রতি কেন্দ্রে ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র নারী-পুরুষ মিলিয়ে ৯ জন সদস্য।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech