পঞ্চম দফায় ২০ জেলার ২৯টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

২৯টি পৌরসভায় ভোট দিবে ১৩ লাখ ৮৪ হাজারেরও বেশি মানুষ। এসব পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনী এলাকায় থাকছে পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর মোবাইল টহল।

নির্বাচন কমিশন জানায়, আজকের ২৯টি পৌরসভায় নির্বাচনে মেয়র পদে ১০০ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৪২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১২৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত ১৯ জানুয়ারি পঞ্চম দফা পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সেই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১১ ফেব্রুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *