ডায়ালসিলেট::

সিলেটে দুই নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ‘মাদক সম্রাট’ মো. শাহীন আহমদ (৪০)ও রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহীন আহমদের বাড়িতে (স্বর্ণালী ব্লক-বি-৪৫) অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ শ ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ইয়াবা সেবনের ফয়েল পেপার ও মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার মাদক সম্রাট মো. শাহীন আহমদের বাড়িতে অভিযান চালিয়ে দক্ষিণ থানা পুলিশ বাড়ির মালিক ও মাদকের ডিলার মো. শাহীন আহমদ (৪০), মো. রানা (২৮), আম্বিয়া আহমেদ নীলা (২৯) ও লাকী বেগম (২৬)কে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন এসআই কল্লোল গোস্বামী, এসআই স্নেহাশীষ পৈত্য, এএসআই সঞ্জয় চন্দ্র দেব ও কনস্টেবল রুজিনা আক্তার।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *