বিনোদন ডেস্ক::

নতুন জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও দীঘি। সিনেমাটির নাম ‘শেষ চিঠি’। পরিচালনা করবেন সুমন ধর। সিনেমাটির মাধ্যমে প্রথমবার ইয়াশ ও দীঘির রসায়ন উপভোগ করতে পারবেন দর্শক। ২ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। গত সপ্তাহে ইয়াশ ও দীগিকে সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেন।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হয় ইয়াশের। এরপর সিনেমা ও নাটকে নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন।

শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি এখন সিনেমার নায়িকা। বঙ্গবন্ধুর বায়োপিকে রেণু চরিত্রে তিনি অভিনয় করছেন। ওয়েব সিনেমাটি নিয়ে দীঘি বললেন, ‌’শেষ চিঠির গল্প দারুন। ইয়াশ ভাইয়ের সাথে প্রথম কাজ। এটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

‘শেষ চিঠি’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে ইয়াশ বলেন, সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সাথে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসাথে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে।

যেকোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে শেষ চিঠি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক সুমন ধর৷ তিনি বলেন, এটি প্রেম ও পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে। তাছাড়া ইয়াশ-দীঘি দুজনই অভিনয় সমৃদ্ধ পরিবারের সন্তান। তাদের দুজনের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস শেষ চিঠি দর্শকদের উপভোগ করার মতো ওয়েব ফিল্ম হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *