পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ঢেউটিনবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে নিহত হয়েছেন ট্রাকের চালক মাসুদ পারভেজ (৩০)।

রোববার (২৮) ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালকের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দা গ্রামে।

পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢেউটিন নিয়ে যশোর যাচ্ছিলেন ট্রাক চালক মাসুদ পারভেজ। সঙ্গে ছিলেন তার এক সহযোগী। ট্রাকটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় সহযোগী ট্রাক থেকে নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা পেলেও চালক ট্রাকের ভেতর আটকে পড়েন। রাত ১২টার দিকে স্থানীয় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা ট্রাকের ভেতর থেকে চালক মাসুদ পারভেজকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) সালাম মিয়া বলেন, রাত ২টার দিকে ক্রেন দিয়ে নদী থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

পাটুরিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিচালক মো. লিটন মিয়া জানান, সোমবার সকালে নিহত ট্রাক চালকের লাশ ফাঁড়িতে আনা হয়। এরপর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *