ডায়ালসিলেট ডেস্ক::

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সুস্থতার হারও। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ১৫ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সোমবার (১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ৮০৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫৩ জন, হবিগঞ্জে ২ হাজার ১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৩ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৭৮ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৫ হাজার ৬৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৪০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫১০ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৮২ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯০৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২২ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৩ জন। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮৫ জন রোগী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *