ডায়ালসিলেট::

সিলেটে বছরের প্রথম বৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত ও শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় এ বৃষ্টি হয়। এদিকে রবিবারও (৭ মার্চ) সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ বলেন, ‘শুক্রবার রাতে ও শনিবার সন্ধ্যায় সিলেটের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তবে জৈন্তাপুর ও কানাইঘাটে তুলনামূলক বেশি হয়েছে। এটিই বছরের প্রথম বৃষ্টি। এ বৃষ্টি ধানসহ বিভিন্ন ফসলের জন্য উপকারী।’

প্রকৃতিতে থেকে শীত বিদায় নিয়েছে কয়েকদিন আগেই। বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্র। স্বাভাবিকভাবে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই বৃষ্টি হয়ে থাকে। সে হিসেবে এবার কিছুটা দেরি করেই সিলেটে নামলো বৃষ্টি। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সূত্রেমতে শনিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র জানায়, সিলেটের কিছু জায়গায় অস্থায়ী দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এছাড়া গভীর রাত থেকে সকাল পর্যন্ত নদীর অববাহিকার জায়গাগুলিতে হালকা কুয়াশা পড়তে পারে।

এদিকে এ বৃষ্টিতে ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের উপকার হলেও ক্ষতি হয়েছে আমের মুকুল ও আলুর। যেসব জমির আলু তোলার উপযোগী হয়েছে সেসব আলুর ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা। আবার বৃষ্টিতে আমের মুকুল ঝরে যাওয়াসহ পোকার আক্রমণের শঙ্কা রয়েছে বলে দাবি করেন আম চাষীরা। তবে ধান-ভুট্টা ছাড়াও কলা, গম, পেঁয়াজসহ বিভিন্ন ফসলের উপকার হয়েছে এ বৃষ্টিতে-এমনটিও দাবি কৃষকদের।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *