ডায়ালসিলেট ডেস্ক::

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলের বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ও কারের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (৭ মার্চ) বিকেলে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট, মৌলভীবাজার ও নবীগঞ্জের হাসপাতালে প্রেরণ করেছেন। আহতদের মধ্যে প্রাইভেটকারের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত প্রাইভেটকারচালক সিলেটের ওসমানীনগরের কলারাই গ্রামের এরশাদ আলীর পুত্র মো. সুজন মিয়া (২৩)।

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৭১৪৮৭) ঢাকা-সিলেট মহাসড়কের মডেলের বাজার নামক স্থানে পৌঁছালে সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের (ঢাকা মেট্রো ব-১১৪১৩৩) সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ের থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

শেরপুর হাইওয়ে থানার এসআই সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *