বিনোদন ডেস্ক ::

৭ মাস ধরে অসুস্থ ছিলেন যন্ত্রণায় কাহিল হয়েছেন। তবে এখন তিনি অনেকটাই ভালো আছেন। অস্ত্রোপচারও সফল হয়েছে। একথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকেই হাসিখুশি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

ঋতাভরী লিখেছেন, ”আমার অস্ত্রোপচার সফল হয়েছে, সমস্যাও নিরাময় হয়েছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। একটুও বাড়িয়ে বলছি না, গত ৭ মাস ধরে প্রায় পাগলের মতো কেটেছে। আমি বলব, আমার জীবনের সবথেকে খারাপ সময় গিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা হত। এদিক ওদিক ঘুরে বেড়াতেও সমস্যা হত। তবে সেই যন্ত্রণায় ইতি। এখন অনেকটাই ভালো বোধ করছি। আমার মা ভীষণ চিন্তা করছিলেন, আমি তাঁকে ঠিক করার চেষ্টা করছিলাম। আসলে মায়েরা মা-ই হয়। আর আমিও সবসময় আমার মতোই। আপনাদের জানা, আমি ভালো আছি। আপনাদের প্রতি ভালোবাসা রইল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *