মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ’র মৃত্যুতে জাপা নেতা আতিকের শোক

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

ডায়ালসিলেট ::সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয়পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্জ মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
বৃহস্পতিবার (১১ মার্চ) এক শোকবার্তায় জাপা নেতা আতিকুর রহমান আতিক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ