স্পিনার হয়ে গেলেন সুজন

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

স্পিনার হয়ে গেলেন সুজন

স্পোর্টস ডেস্ক ::

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শুক্রবারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ লিজেন্ডস। টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। লারার দল সেই রান টপকে যায় ৭ বল হাতে রেখেই।

ভারতের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে বেশ কিছু ক্যাচ মিস করেছে বাংলাদেশ দল, ম্যাচ হেরে যার মাশুল দিতে হয়েছে রফিক-সুজনরা। ৫১ বছর বয়সেও দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ব্রায়ান লারা। টুর্নামেন্ট শুরুর আগে ব্রায়ান লারা উইকেটটি পাওয়ার আকাঙ্খার কথা ব্যক্ত করেছিলেন বাংলাদেশের খালেদ মাহমুদ সুজন। ২ম্যাচ পর বাংলাদেশ একাদশেও ফিরেছিলেন তিনি। মিডিয়াম পেসার হলেও তিনি এ ম্যাচে করেছেন অফস্পিন। তবে ফলাফল ভালো হয়নি। ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সুজন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ লিজেন্ডস। হেরেছে প্রত্যেক ম্যাচে। সোমবার (১৫ মার্চ) নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের মুখোমুখি হবে রফিক-রাজ্জাকরা।

0Shares