স্পোর্টস ডেস্ক ::

জৈন্তাপুরে বন্ধু মহল সমাজ কল্যাণ সংস্থা ৪নং বাংলাবাজারের উদ্যোগে আয়োজিত ২য় টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

জানা গেছে গতকাল ১৪ মার্চ রোববার বিকালে রাংপানি ক্যাপ্টেন রশিদ মাঠে আয়োজিত খেলায় জৈন্তা ত্রিকেট একাডেমীকে হারিয়ে শিরোপা জিতে ডলফিন স্পোর্টিং ক্লাব।

উল্লেখ্য ৪নং বাংলাবাজারের সবচেয়ে জনপ্রিয় এবং পুরোনো ডলফিন স্পোর্টিং ক্লাবটি ইতিমধ্যে ২৪ বছরে পদার্পণ করেছে।

বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলামের সভাতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম বাবুর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেলাল, প্রচার সম্পাদক শহাজাহান কবীর খান, স্থানীয় ব্যবসায়ী দিলদার আহমদ দিদার, ক্রিকেটার ইমরান আহমদ প্রমুখ। খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *